বিভাজন ও আমরা

 আমাদের মনের ভিতরকার আগে থাকতে ধরে রাখা ধারণাগুলো, অধিকাংশ ক্ষেত্রেই কেবল আড়ালে গিয়ে পড়েছে, অথবা সামান্য ধুলোতে মলিন হয়ে রয়েছে – কেবল এইটুকুই। সময় এলে পরে বিদ্বেষ অথবা ‘প্রেজুডিস’ প্রকাশের ক্ষেত্রে আমরা কেউই বোধহয় কারোর সাপেক্ষে পিছিয়ে থাকব না। ভিতরে ভিতরে আমরা প্রত্যেকেই আমাদের ধর্ম, আমাদের লিঙ্গপরিচয় অথবা আমাদের গাত্রবর্ণ নিয়ে ‘প্রি-কনসিভড নোশন’এর এক দুর্দান্ত পৃথিবীতে আত্মগোপন করে থাকতেই অধিকতর স্বাচ্ছন্দ্য বোধ করি।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 29 May, 2022 | 417 | Tags : Gender Discrimination  Racial Discrimination  Anita Hill  Clarence Thomas  USA